লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড: পরাণ বন্দ্যোপাধ্যায় সিনেমা আইকন অ্যাওয়ার্ড: মনামী ঘোষ জীবন গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড: অনুরাধা মুখোপাধ্যায় গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ড: কৌশিকী~~~�দনে এক জমকালো অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে জয়ীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। পাশাপাশি সিনেমাজগতের নক্ষত্রদের জানানো হয় বিশেষ সম্মান। এ বারের উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হলো পরাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে। এছাড়া সিনেমা আইকন অ্যাওয়ার্ড পান অভিনেত্রী মনামী ঘোষ। জীবন গুহ মেমোরিয়াল অ্যাওয়ার্ড পান অভিনেত্রী অনুরাধা মুখোপাধ্যায়।এ বারের ফেস্টিভ্যালের বেস্ট শর্ট ফিল্ম হয়েছে দু'টি। ভারতের 'রঙ্গ' ও চিনের 'নর্থ' এই পুরস্কার পেয়েছে। সেরা বাংলা শর্ট ফিল্ম হয়েছে ভারতের 'দ্য রিভার অফ উইশেস'। বেস্ট এলজিবিটি ফিল্ম হয়েছে ভারতের 'পিঙ্ক নাইটস'। এছাড়া ডকুমেন্ট্রি বিভাগে বেস্ট ডিরেক্টর হয়েছেন মাধুর্য অলঙ্কার। 'রেনবো ক্লাসরুম' সিনেমার সুবাদে। কমার্শিয়াল বিভাগে 'অন্তরা আগেসি'-র সুবাদে বৌদ্ধায়ন মুখোপাধ্যায় পেয়েছেন সেরা পরিচালকের অ্যাওয়ার্ড। বৌদ্ধায়নেরই 'তোমার আমার গল্প' বেস্ট মিউজ়িক ভিডিয়োর তকমা পেয়েছে। যেখানে গান গেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা-গায়ক যে প্রসঙ্গে বলেন, 'গায়ক হিসেবে পুরস্কার পেলে খানিক বিড়ম্বনাই বাড়ে। তবে ভালোও লাগে। কারণ প্রথাগত ভাবে গায়ক হওয়ার কোনও শিক্ষা নিইনি, নিয়েছি অভিনয় শিক্ষা।' আর ফেস্টিভ্যাল প্রসঙ্গে তিনি জোড়েন, 'ভালোবাসা, সততা ও এমপ্যাথি যেন কাজের সঙ্গে সব সময়ে থাকে। তা হলেই সাফল্য আসবে। এমনিতে ভারতীয় সিনেমার পরিস্থিতি খুব ইতিবাচক নয়, তাই সেই জায়গায় দাঁড়িয়ে এ রকম ফেস্টিভ্যালের আয়োজন দেখা খুব আনন্দের।'ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম বর্ষে বেস্ট অ্যাক্টরের তকমা পেয়েছেন রত্না পাঠক শা। 'অ্যা নাইট, আফটার ফল'-এ অভিনয়ের জন্য। এছাড়া সেরা বাঙালি অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন অমিত সাহা। 'মাস্তুল' সিনেমার জন্য। এ বারের উৎসবে উল্লেখযোগ্য অন্য সিনেমাগুলোর মধ্যে ছিল কমলেশ্বর মুখোপাধ্যায় অভিনীত 'আম আঁটির পাঁচালি', লিলেট দুবে অভিনীত 'দ্য লাইম গ্রিন শার্ট' থেকে সৌম্য মৈত্র পরিচালিত 'রাখতে যদি আপন~~~�ৌদ্ধায়নেরই 'তোমার আমার গল্প' বেস্ট মিউজ়িক ভিডিয়োর তকমা পেয়েছে। যেখানে গান গেয়ে সেরা গায়কের পুরস্কার পেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। অভিনেতা-গায়ক যে প্রসঙ্গে বলেন, 'গায়ক হিসেবে পুরস্কার পেলে খানিক বিড়ম্বনাই বাড়ে। তবে ভালোও লাগে। কারণ প্রথাগত ভাবে গায়ক হওয়ার কোনও শিক্ষা নিইনি, নিয়েছি অভিনয় শিক্ষা।' আর ফেস্টিভ্যাল প্রসঙ্গে তিনি জোড়েন, 'ভালোবাসা, সততা ও এমপ্যাথি যেন কাজের সঙ্গে সব সময়ে থাকে। তা হলেই সাফল্য আসবে। এমনিতে ভারতীয় সিনেমার পরিস্থিতি খুব ইতিবাচক নয়, তাই সেই জায়গায় দাঁড়িয়ে এ রকম ফেস্টিভ্যালের আয়োজন দেখা খুব আনন্দের।'ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের পঞ্চম বর্ষে বেস্ট অ্যাক্টরের তকমা পেয়েছেন রত্না পাঠক শা। 'অ্যা নাইট, আফটার ফল'-এ অভিনয়ের জন্য। এছাড়া সেরা বাঙালি অভিনেতার অ্যাওয়ার্ড পেয়েছেন অমিত সাহা। 'মাস্তুল' সিনেমার জন্য। এ বারের উৎসবে উল্লেখযোগ্য অন্য সিনেমাগুলোর মধ্যে ছিল কমলেশ্বর মুখোপাধ্যায় অভিনীত 'আম আঁটির পাঁচালি', লিলেট দুবে অভিনীত 'দ্য লাইম গ্রিন শার্ট' থেকে সৌম্য মৈত্র পরিচালিত 'রাখতে যদি আপন ঘরে'-র মতো শর্ট ফিল্ম। ২১ জানুয়ারি অনলাইন স্ক্রিনিংয়ের মাধ্যমে সূচনা হয়েছিল বোরোলিন প্রেসেন্টস ইন অ্যাসোসিয়েশন উইথ ইভেন্টাইজ়ার আইকেএসএফএফ-এর। শর্ট ফিল্ম দেখানোর পাশাপাশি আয়োজন করা হয়েছিল বেশ কিছু সেমিনারের। ফেস্টিভ্যালের শেষ দিন বিভিন্ন অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।অনুষ্ঠান প্রসঙ্গে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেছেন, 'যেখানে প্রতিষ্ঠিত ফিল্মমেকাররা বা সংস্থাগুলোকে বলতে হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান। অনেকে স্ক্রিন পাচ্ছেন না ছবি দেখানোর। সেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মমেকাররা ভালো কাজ করলেও তা সকলের সামনে আনার সুযোগ সে ভাবে পান না। সেই কথা ভেবেই আমরা এই প্ল্যাটফর্ম তৈরি করি। সকলকে সমান সুযোগ করে দেওয়াই আমাদের উদ্দেশ্য ছিল।' ফেস্টিভ্যাল ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তীর কথায় 'পরের বছর আরও বড় করে ফেস্টিভ্যাল আয়োজনের ইচ্ছে রয়েছে।' অনুষ্ঠানের একেবারে শেষলগ্নে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়ে পরাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'অভিনয়ের সুবাদে বরাবর মানুষের ভালোবাসা, আর্শীবাদ পেয়েছি। এই অ্যাওয়ার্ড পেয়ে সত্যি দারুণ খুশি। আর কোনও কাজ ভালো হয়েছে বলার সঙ্গে দর্শকরা আরও একটা কথা মুখে না বললেও জানিয়ে দেন। মনে-মনে তাঁরা বলেন, 'আরও ভালো কাজ করতে হবে।' যতদিন বেঁচে থাকব, অভিনয়ের মাধ্যমে সেই চেষ্টাই করে যাব।'—অঞ্জন চক্রবর্তী অনির্বাণ



